বুধবার (১৮ সেপ্টেম্বর) দুপুর সাড়ে ১২টায় রাজধানীর গুলশানের স্পেক্ট্রা কনভেনশন সেন্টারে বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির উদ্যোগে দুই দিনব্যাপী জাতীয় সংলাপের সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
এসময় শাহ কামাল বলেন, আমাদের মূল লক্ষ্য হলো দুর্যোগ ঝুঁকি হ্রাসের মাধ্যমে বাংলাদেশের জনগণকে রক্ষা করা।
অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মো. মোহসিন, জার্মান রেড ক্রসের বাংলাদেশ প্রধান গৌরব রায়, কেয়ার বাংলাদেশের কান্ট্রি প্রতিনিধি জিয়া চৌধুরী প্রমুখ।
সমাপনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন রেড ক্রিসেন্ট সোসাইটির চেয়ারম্যান সংসদ সদস্য হাফিজ আহমদ মজুমদার।
বাংলাদেশ সময়: ১৬৫৮ ঘণ্টা, সেপ্টেম্বর ১৮, ২০১৯
আরকেআর/টিএ