ঢাকা, শুক্রবার, ২৪ মাঘ ১৪৩১, ০৭ ফেব্রুয়ারি ২০২৫, ০৭ শাবান ১৪৪৬

জাতীয়

দাগনভূঞায় যুবকের মরদেহ উদ্ধার

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২৩৩৫ ঘণ্টা, সেপ্টেম্বর ১৮, ২০১৯
দাগনভূঞায় যুবকের মরদেহ উদ্ধার

ফেনী: ফেনীর দাগনভূঞা থেকে রাশেদ (২৪) নামে এক যুবকের মরদেহ উদ্ধার করেছেন পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনের (পিবিআই) সদস্যরা।

বুধবার (১৮ সেপ্টেম্বর) দুপুরে দাগনভূঞা পৌরসভার বেতুয়া গ্রামের তারা মিয়ার বাড়ির সেফটি ট্যাঙ্ক থেকে ওই যুককের মরদেহ উদ্ধার করা হয়।

পিবিআই’র উপ-পরিদর্শক মো. সরওয়ার বাংলানিউজকে জানান, ১০ সেপ্টেম্বর (মঙ্গলবার) থেকে রাশেদ নিখোঁজ হয়।

পরেরদিন নিহতের পরিবার দাগনভূঞা থানায় সাধারণ ডায়েরি করেন। রাশেদ উপজেলার ইয়াকুবপুর ইউনিয়নের এনায়েত ভূঁইয়া এলাকার শেখ শাহাদাত হোসেন প্রকাশ শাহাদাত কোম্পানি/জামাই শাহাদাতের মালিকানাধীন এনবিএমসি ইটভাটার ট্রাক্টরচালক হিসেবে কাজ করতেন। রাশেদ লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জের পূর্ব দিঘলী গ্রামের বাবুলের ছেলে। ৬ মাস আগে রাশেদ একই উপজেলার রমাপুরের রাসেলের মেয়ে রেশমাকে বিয়ে করেন।

পিবিআই ফেনীর এএসপি কামরুজ্জামান জানান, মঙ্গলবার পিবিআই’র অফিসে নিহতের পরিবার অভিযোগ করেন। পরে পিবিআই তদন্ত করে বুধবার বেতুয়া গ্রামের বাসিন্দা তারা মিয়ার বাড়ির সেফটি ট্যাঙ্ক থেকে রাশেদের মরদেহ উদ্ধার করা হয়। পরে মরদেহ ময়নাতদন্তের জন্য ফেনী সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়। মরদেহের ৮০ শতাংশ গলে গেছে।

বাংলাদেশ সময়: ১৯২৮ ঘণ্টা, সেপ্টেম্বর ১৮, ২০১৯
এসএইচডি/এএটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।