বুধবার (১৮ সেপ্টেম্বর) বেলা আড়াইটার দিকে সিলেট-ভোলাগঞ্জ সড়কে উপজেলার খাগাইল এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত করিম আহমদ ওই গ্রামের আব্দুল আহাদের ছেলে।
প্রত্যক্ষদর্শীর বরাত দিয়ে কোম্পানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তাজুল ইসলাম বাংলানিউজকে বলেন, রাস্তা পারাপারের সময় সিলেটগামী একটি সিএনজিঅটোরিকশার ধাক্কায় শিশুটি গুরুতর আহত হয়। তাকে উদ্ধার করে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
তিনি বলেন, আগে এই সড়কটি ভাঙা ছিল। এখন এই সড়কে পাকা হওয়ায় গাড়ি খুব দ্রুত চলে। ফলে দুর্ঘটনাও বাড়ছে ওই সড়কে।
বাংলাদেশ সময়: ২০২৬ ঘণ্টা, সেপ্টেম্বর ১৮, ২০১৯
এনইউ/এমএ