বুধবার (১৮ সেপ্টেম্বর) রাতে র্যাব-১০ থেকে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
এতে বলা হয়, মঙ্গলবার (১৭ সেপ্টেম্বর) সন্ধ্যা সাড়ে ৬টায় গোপন সংবাদের ভিত্তিতে ঢাকার লালবাগ এলাকায় অভিযান চালায় র্যাব-১০’র একটি দল।
মো. মাকসুদ নিষিদ্ধ ঘোষিত সংগঠন হিযবুত তাহরীর মিডিয়া সেলের প্রচার কাজে সক্রিয়ভাবে জড়িত। তার সঙ্গীরা একে অপরের যোগসাজশে জনসাধারণের মধ্যে বিভিন্ন প্রকার উগ্রবাদী বই-লিফলেট বিতরণের মাধ্যমে নাশকতার সৃষ্টি করতে এবং নিরাপত্তা বিঘ্ন করতে অপতৎপরতা চালিয়ে আসছিল।
তার বিরুদ্ধে থানায় মামলা হয়েছে বলেও প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়।
বাংলাদেশ সময়: ০১৪৩ ঘণ্টা, ১৮ সেপ্টেম্বর, ২০১৯
এমএমআই/এমকেআর