বুধবার (১৮ সেপ্টেম্বর) দিনগত রাত দেড়টার দিকে উপজেলার খেয়াঘাট এলাকার শাহ্ আলম নামে এক ডিলারের দোকান থেকে চাল গুলো জব্দ করা হয়।
কলমাকান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সিরাজুল ইসলাম খান বাংলানিউজকে জানান, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে চালগুলো জব্দ করা হয়েছে।
তদন্ত করে সকালে ব্যবস্থা নেবেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. জাকির হোসেন। রাতেই তিনি ঘটনাস্থল পরিদর্শন করে পুলিশকে চালগুলো জব্দের নির্দেশ দিয়েছেন বলেও জানান ওসি সিরাজুল।
বাংলাদেশ সময়: ০৭৫০ ঘণ্টা, সেপ্টেম্বর ১৯, ২০১৯
আরআইএস/