বৃহস্পতিবার (১৯ সেপ্টেম্বর) সকাল সাড়ে ৭টায় উপজেলার আলিপুরা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
মৃত দুই যুবক হলেন- চাঁদপুর জেলার হাজীগঞ্জ থানার ইছাপুরা গ্রামের মোস্তাফার ছেলে জাকির হোসেন (২৫) ও একই গ্রামের আব্দুল মান্নানের ছেলে মিরাজ (১৮)।
ভবেরচর হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ কবির হোসেন খান বাংলানিউজকে জানান, ঢাকা থেকে চট্টগ্রামগামী একটি মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে আইল্যান্ডে ধাক্কা লেগে পড়ে মহাসড়কে ছিটকে পড়ে। এসময় মোটরসাইকেল চালক জাকির হোসেন ঘটনাস্থলেই মারা যান। চিকিৎসাধীন অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে মিরাজ মারা যান। মোটরসাইকেলটি হাইওয়ে পুলিশের হেফাজতে রয়েছে এবং নিহত দুই পরিবারের স্বজনদের খবর দেওয়া হয়েছে।
প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে তারা মোটরসাইকেল চুরি করে পালিয়ে যাচ্ছিলেন। বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে বলে জানান তিনি।
বাংলাদেশ সময়: ১১৪৩ ঘণ্টা, সেপ্টেম্বর ১৯, ২০১৯
এনটি