বৃহস্পতিবার (১৯ সেপ্টেম্বর) দুপুরে চাঁদবিল-মুজিবনগর বাইপাস সড়কে এ দুর্ঘটনা ঘটে। মোস্তাকিম চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলার চাড়লিয়া গ্রামের রহমত আলীর ছেলে ও স্থানীয় হোগলডাঙ্গা কলেজের একাদশ শ্রেণির ছাত্র বলে জানা গেছে।
প্রত্যক্ষদর্শীরা জানান, মোস্তাকিম তার ভাইয়ের আলগামন চালিয়ে নিজ বাড়ি থেকে মেহেরপুরের আমঝুপি বাজারের দিকে যাচ্ছিলেন। পথে কোলা খালপাড়া এলাকায় পাথরবোঝাই একটি ট্রাক আলগামনটিকে ধাক্কা দিলে ঘটনাস্থলেই মোস্তাকিমের মৃত্যু হয়।
মেহেরপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহ্ দারা খান বাংলানিউজকে বলেন, খবর পেয়ে ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় ঘাতক ট্রাকটি জব্দসহ চালককে আটকের চেষ্টা চলছে।
বাংলাদেশ সময়: ১৫০০ ঘণ্টা, সেপ্টেম্বর ১৯, ২০১৯
এসআরএস