বৃহস্পতিবার (১৯ সেপ্টেম্বর) বিকেল সাড়ে ৩টার দিকে এ দুর্ঘটনা ঘটে।
যাত্রাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাজহারুল ইসলাম বাংলানিউজ জানান, যাত্রাবাড়ী কুতুবখালী সরকারি প্রাথমিক স্কুলের সামনে যাত্রীবাহী একটি লেগুনার সঙ্গে সংঘর্ষ হয় একটি ট্রাকের।
ঢামেক হাসপাতালের একটি সূত্র জানান, আহত তিনজন হলেন- আব্দুল খালেক বয়স (৭০) নান্নু মৃধা (৬০) ও অজ্ঞাতপরিচয় (৩৫) একজন। সবার অবস্থা গুরুতর, তাদের মাথা আঘাত রয়েছে।
আহত আব্দুল খালেক জানান, কুতুবখালী এলাকায় যাওয়ার জন্য যাত্রাবাড়ী মাতুয়াইল মেডিক্যাল এলাকা থেকে একটি লেগুনায় উঠি। এরপরে তাদের বহনকারী লেগুনাটি দুর্ঘটনাকবলিত হয়। এরপর তার কিছুই মনে নেই।
বাংলাদেশ সময়: ১৭১৭ ঘণ্টা, সেপ্টেম্বর ১৯, ২০১৯
এজেডএস/এএটি