বৃহস্পতিবার (১৯ সেপ্টেম্বর) দুপুরে শহরের টানবাজার এলাকায় শীতলক্ষ্যা নদী থেকে মরদেহটি উদ্ধার করা হয়। ওয়াসিম দেওভোগ পশ্চিমপাড়া মুরাদ মিয়ার বাড়ির ভাড়াটিয়া আফজাল ও রিতা আক্তারের ছেলে।
বুধবার (১৮ সেপ্টেম্বর) সকাল ১১টার দিকে শিশুটির মামা ফয়েজ আহম্মেদ মৃধার সঙ্গে গোসল করতে নামে ওয়াসিম।
নারায়ণগঞ্জ সদর মডেল থানার পরিদর্শক (তদন্ত) গোলাম মোস্তফা জানান, নিখোঁজ হওয়া শিশুটির মরদেহ উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় আটক শিশুটির দূরের সম্পর্কের মামা ফয়েজ আহম্মেদ মৃধাকে ৫৪ ধারায় আদালতে পাঠানো হয়েছে। এছাড়া মৃত্যু কারণ জানতে মরদেহটি ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে।
বাংলাদেশ সময়: ১৮৩৮ ঘণ্টা, সেপ্টেম্বর ১৯, ২০১৯
এএটি