বৃহস্পতিবার (১৯ সেপ্টেম্বর) আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) থেকে পাঠানো এক প্রেসবিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
এ তথ্য জানানো হয়, জাহাজটি চট্টগ্রাম নৌ-জেটিতে আগমন করলে নৌবাহিনীর প্রচলিত প্রথা অনুযায়ী সু-সজ্জিত বাদক দল বাদ্যযন্ত্র পরিবেশনের মাধ্যমে তাদের স্বাগত জানায়।
সফরের অংশ হিসেবে জাহাজটি গত ৭ থেকে ১০ সেপ্টেম্বর পর্যন্ত শ্রীলংকার কলম্বো বন্দরে এবং ১৪ থেকে ১৭ সেপ্টেম্বর পর্যন্ত ভারতের বিশাখাপত্তম এ অবস্থান করে। শ্রীলংকা ও ভারতে অবস্থানকালে বানৌজা সমুদ্র অভিযানের অধিনায়ক কমান্ডার এম জহিরুল ইসলাম দেশ দু’টির উচ্চপদস্থ সামরিক কর্মকর্তাদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন।
সফরকারী জাহাজের নৌসদস্যরা দু’দেশের নৌবাহিনীর জাহাজ পরিদর্শনসহ বিভিন্ন অনুষ্ঠানে অংশগ্রহণ করে। পাশাপাশি দেশ দু’টির নৌবাহিনীর কর্মকর্তারা বানৌজা সমুদ্র অভিযান পরিদর্শন করে।
প্রশিক্ষণ সফরে অংশগ্রহণের মাধ্যমে বাংলাদেশ নৌবাহিনীর নবীন কর্মকর্তা, ক্যাডেট ও নাবিকদের পেশাগত মান উন্নয়নের পাশাপাশি দু’দেশের মধ্যকার বিদ্যমান বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আরও সুদৃঢ় হবে বলে আশা করা যায়।
প্রশিক্ষণ সফরে জাহাজটি গত ১ সেপ্টেম্বর চট্টগ্রাম নৌ-জেটি ত্যাগ করে।
বাংলাদেশ সময়: ১৯৩০ ঘণ্টা, সেপ্টেম্বর ১৯, ২০১৯
এএটি