বৃহস্পতিবার (১৯ সেপ্টেম্বর) দুপুরে বিভাগীয় উপ-মহাপরিদর্শক (ডিআইজি) দেবদাস ভট্টাচার্য্য তার নিজ কার্যালয়ের সম্মেলন কক্ষে সেরাদের হাতে ক্রেস্ট ও সনদ তুলে দেন।
১২তম বারের মতো রংপুর রেঞ্জের সেরা এসপি লালমনিরহাটের এসএম রশিদুল হক, সেরা ট্রাফিক নির্বাচিত হয়ে শ্রেষ্ঠত্বের ক্রেস্ট ও সনদ গ্রহণ করেন জেলা ট্রাফিক পরিদর্শক তারিকুল ইসলাম।
রংপুর রেঞ্জের আট পুলিশ সুপারসহ বিভিন্ন স্থরের পুলিশ কর্মকর্তা ক্রেস্ট ও সনদ বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
১২তম বারের মতো রংপুর রেঞ্জের সেরা পুলিশ সুপার নির্বাচিত হওয়া প্রসঙ্গে এসএম রশিদুল হক বাংলানিউজকে বলেন, এ অর্জন জেলাবাসীর। এ অর্জন জেলা পুলিশ বাহিনীর।
লালমনিরহাটকে অপরাধমুক্ত আদর্শ জেলা হিসেবে গড়তে সবার সহযোগিতা কামনা করেন তিনি।
বাংলাদেশ সময়: ২১০৩ ঘণ্টা, সেপ্টেম্বর ১৯, ২০১৯
এসআরএস