সূত্র জানায়, যুবলীগ নেতা খালেদ বিভিন্ন প্রতিষ্ঠান ও মানুষের কাছ থেকে নিয়মিত মাসোহারা আদায় করতেন। কেউ তা দিতে অস্বীকৃতি জানালে টর্চার সেলে এনে চালানো হতো অমানবিক নির্যাতন।
র্যাবের লিগ্যাল অ্যান্ড মিডিয়া উইংয়ের এক কর্মকর্তা জানান, নির্যাতনের শিকার এমন কয়েকজন ভুক্তভোগীর তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে ৬৪/৬৮, ইস্টার্ন কমলাপুর কমার্শিয়াল কমপ্লেক্সের ৫ম তলার ৪০২ নম্বর কক্ষে টর্চার সেলটির সন্ধান পাওয়া যায়।
তিনি জানান, খালেদের টর্চার সেল থেকে দু’টি ইলেকট্রিক শক মেশিন, পাঁচটি লাঠি, দু’টি অস্ত্রের তেলের বোতল উদ্ধার করা হয়েছে। এছাড়া, ১৯০ পিস ইয়াবা, পাঁচ ক্যান বিয়ার, ৭শ’ গ্রাম সীসা, সীসা সেবনের জন্য ব্যবহৃত দেড় কেজি কয়লা, তিনটি মোবাইল, দু’টি ল্যাপটপ ও নগদ ২৩ হাজার ৫০০ টাকা জব্দ করা হয়েছে।
বাংলাদেশ সময়: ২২০৩ ঘণ্টা, সেপ্টেম্বর ১৯, ২০১৯
পিএম/একে