ছবি:সংগৃহীত
ঢাকা: হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে প্রায় ৬০ লাখ টাকা মূল্যের স্বর্ণ আটক করেছে কাস্টমস হাউস। বৃহস্পতিবার (১৯ সেপ্টেম্বর) দুপুরে এ স্বর্ণ আটক করা হয়। এসময় দুই স্বর্ণ চোরাকারবারীকে আটক করা হয়।
কাস্টম হাউসের সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, গোপন সংবাদের ভিত্তিতে খবর পেয়ে বৃহস্পতিবার দুপুর ২টায় কাস্টম হাউস ঢাকার প্রিভেন্টিভ টিম নজরদারি বাড়ায় বিমানবন্দরে। গ্রীন চ্যানেলে নজরদারী ও তল্লাশির এক পর্যায়ে দুপুর ২টায় বাংলাদেশ বিমানের ফ্লাইট নম্বর বিজি ০৩৬ এর ওয়ার্দা ইমতিয়াজ ও মাফরোজা বেগমকে চ্যালেঞ্জ করেন কর্মকর্তারা।
পরে তল্লাশি চালিয়ে তাদের নিকট ১.১৫৪ কেজি স্বর্ণালংকার পাওয়া য়ায়। আটককৃত স্বর্ণের মূল্য প্রায় ৬০ লাখ টাকা।
আটককৃত স্বর্ণালংকারের বিষয়ে কাস্টমস আইনে ব্যবস্থা নেয়া হয়েছে বলে সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে।
বাংলাদেশ সময়: ০০৫০ ঘণ্টা, সেপ্টেম্বর ১৯, ২০১৯
টিএম/এমএমএস
বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।