...
খুলনা: খুলনা মেডিকেল কলেজ (খুমেক) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ডেঙ্গু রোগে আক্রান্ত রোজিনা (৩৫) মারা গেছেন। বৃহস্পতিবার (১৮ সেপ্টেম্বর) রাত ৯টা ৪০ মিনিটের দিকে তিনি মারা যান।
খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের আবাসিক ফিজিসিয়ান (আরপি) ডা. শৈলেন্দ্রনাথ বিশ্বাস ডেঙ্গু রোগীর মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।
হাসপাতাল সূত্রে জানা যায়, বৃহস্পতিবার ভোর ৪টায় হাসপাতালে ভর্তি হন রোজিনা।
আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। রোজিনা যশোর জেলার ঝিকরগাছার খায়রুল ইসলামের স্ত্রী।
এ নিয়ে খুলনায় মোট ১৪ জনের ডেঙ্গুতে মৃত্যু হয়েছে।
বাংলাদেশ সময়: ০১৩০ ঘণ্টা, সেপ্টেম্বর ২০, ২০১৯
এমআরএম/এমএমএস
বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।