সদর উপজেলার সহকারি কমিশনার (ভূমি) নুসরাত ফাতিমার নেতৃত্বে আইন শৃঙ্খলা বাহিনির একটি দল ধোপাজান নদী এলাকায় অভিযান পরিচালনা করে।
এ সময় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন সহকারি কমিশনার (ভূমি) নুসরাত ফাতিমা।
দুই দিন আগে বাংলানিউজে ধোপাজান চলতি নদীতে ড্রেজার দিয়ে অবৈধ ভাবে বালি উত্তোলন করা হচ্ছে এ নিয়ে প্রতিবেন প্রকাশিত হয়। এরই ভিত্তিতে আজকে প্রশাসনের পক্ষ থেকে অভিয়ান চালানো হয়েছে।
এ ছাড়াও নদীর পাড়ে বালি পাথর রাখার জন্য (ডাম্পিং) কাজে ব্যবহৃত পাইপও কাজের অনুপোযোগী করে দেয়া হয়।
সহকারি কমিশনার (ভূমি) নুসরাত ফাতিমা বাংলানিজকে বলেন, অভিযানে কাউকে আটক করা সম্ভব হয়নি। অবৈধভাবে বালি উত্তোলনের কারণে চারটি ড্রেজার মেশিন পুড়িয়ে দেয়া হয়েছে।
বাংলাদেশ সময়: ০১৫৩ ঘন্টা, সেপ্টেম্বর ১৯, ২০১৯
এমএমএস