আটক তিন জন হলো, মহসীন শিকদার (২৮), মনির চৌধুরী (৫৫), ও আবু কায়সার (২৮)।
বৃহস্পতিবার (১৯ সেপ্টেম্বর) রাতে র্যাব-১০ থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, বুধবার (১৮ সেপ্টেম্বর) সন্ধ্যায় হাতিরঝিল কনকর্ড শপিংমল এলাকায় অভিযান চালায় র্যাব-১০ এর একটি দল। অভিযানে দুইশত ৯০ ক্যান বিয়ারসহ তিন জন মাদকবিক্রেতাকে আটক করেন।
এসময় তাদের কাছ থেকে একটি প্রাইভেট কার, চারটি মোবাইল ফোন ও নগদ আট হাজার ৭০০ টাকা জব্দ করা হয়।
তাদের বিরুদ্ধে হাতিরঝিল থানায় মামলা হয়েছে বলেও সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়।
বাংলাদেশ সময়: ০২৪৬ ঘণ্টা, সেপ্টেম্বর ২০, ২০১৯
এমএমআই/এমএমএস