এছাড়া আটক অপর ৩ সহযোগী হলো শিবগঞ্জ উপজেলার এ্যাডভোকেট নিয়ামত আলী নিয়ামের ছেলে ও উপজেলা যুবলীগ নেতা তারিক আহম্মেদ, একই উপজেলার উজিরপুর গ্রামের নূর ইসলামের ছেলে জাহাঙ্গীর আলম (৩৫) ও একই এলাকার আলাউদ্দিন (৩৫)।
চাঁপাইনবাবগঞ্জ পুলিশ সুপার টি এম মুজাহিদুল ইসলাম জানান, বুধবার রাত ২ টার দিকে যুবলীগ কর্মী রুবেলের ২ হাতের কবজি কেটে নেওয়ার পর পুলিশ বিষয়টি জানতে পেরে তাৎক্ষনিক ভাবে পুরো এলাকা নজরদারীতে এনে চিরুনি অভিযান শুরু করে।
তিনি আরও জানান, আহতের পক্ষ থেকে মামলা দায়েরের প্রস্তুতি চলছে এবং আসামিরা যেন পালাতে না পারে সেজন্য মামলা দায়ের হবার আগেই পুলিশ তাদের ধরতে মাঠে নেমে পড়ে।
পদ্মা নদীর একটি ঘাটের টেন্ডার জমা দেয়াকে কেন্দ্র করে গত কয়েকমাস থেকে উজিরপুর ইউনিয়নের চেয়ারম্যান ফয়েজ ও রানীহাটির আওয়ামীলীগ নেতা সালামের সাথে বিরোধের জেরে বুধবার রাতে সালামের চাচাত ভাই রুবেল ও তার ২ সহযোগীকে আটক করে। পরে বেড়ি বাধের নিচে মধ্যযুগীয় কায়দায় রুবেলের ২ হাতের কবজি কেটে তাকে তার ২ বন্ধুর হাতে তুলে দেয় চেয়ারম্যানের লোকজন।
বাংলাদেশ সময়: ০৩৩৭ ঘণ্টা, সেপ্টেম্বর ২০, ২০১৯
এমএমএস