বৃহস্পতিবার (১৯ সেপ্টেম্বর) রাত সাড়ে ১০টায় বহিষ্কারের বিষয়টি বাংলানিউজকে নিশ্চিত করেন জেলা যুবলীগের সাধারণ সম্পাদক বোরহান উদ্দিন চৌধুরী। বহিষ্কৃতরা হলেন- হবিগঞ্জ পৌর যুবলীগের যুগ্ম আহবায়ক দিলুয়ার খান, সদস্য আবুল কাশেম রুবেল ও রাহুল দাশ গুপ্ত।
বোরহান উদ্দিন চৌধুরী বলেন, বুধবার রাতে হবিগঞ্জ জেলা যুবলীগের এক জরুরি কর্মী সভা কেন্দ্রীয় যুবলীগের সদস্য ও জেলা যুবলীগ সভাপতি আতাউর রহমান সেলিমের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। উক্ত কর্মী সভায় সর্বসম্মতিক্রমে এই বহিষ্কারের সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে।
বুধবার (১৮ সেপ্টেম্বর) দুপুরে জেলা যুবলীগের যুগ্ম-সাধারণ সম্পাদক বিপ্লব রায় চৌধুরীকে (৪০) প্রকাশ্যে কুপিয়ে ক্ষত-বিক্ষত করে দিলুয়ার খান ও তার বাহিনী। এসময় তারা বিপ্লবের দুই হাত ও ডান পায়ের চারটি রগ কেটে দেয়। গুরুতর আহত অবস্থায় বিপ্লব চৌধুরীকে উদ্ধার সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।
জানা গেছে, শারীরিকভাবে দুর্বল থাকায় তার অপারেশন করতে কয়েকদিন সময় লাগবে।
এদিকে হবিগঞ্জ পৌর যুবলীগের যুগ্ম আহবায়ক ইকবাল হোসেন খান বাদী হয়ে আবুল কাশেম, হামলাকারী যুবলীগ নেতা দিলুয়ার খান, জামাল মিয়া, আলী ইমন খান, রুবেলসহ সাত জনকে আসামি করে হবিগঞ্জ সদর মডেল থানায় একটি মামলা দায়ের করেছেন।
বাংলাদেশ সময়: ০৪১৪ ঘণ্টা, সেপ্টেম্বর ২০, ২০১৯
এমএমএস