বৃহস্পতিবার (১৯ সেপ্টেম্বর) উপজেলার হলদিয়াপালং ইউনিয়নের পশ্চিম মরিচ্যা গুরাইয়ারদ্বীপ সড়কের চৌরাস্তার মাথা এলাকা থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
তার সঙ্গে থাকা আইডি কার্ড অনুযায়ী তার নাম মাজহারুল ইসলাম।
স্থানীয় ইউপি সদস্য মনজুর আলম বাংলানিউজকে জানান, স্থানীয়দের সহায়তায় তাকে উদ্ধার করে উখিয়া স্বাস্থ্য কমপ্লেক্স নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। তার শরীরের বিভিন্নস্থানে ছুরিকাঘাতের চিহ্ন রয়েছে। তবে কি কারণে, কে বা কারা তাকে হত্যা করেছে তা এখনো জানা যায়নি।
উখিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবুল মনসুর বাংলানিউজকে জানান, কে বা কারা তাকে ছুরিকাঘাত করে হত্যা করেছে সে বিষয়ে নিশ্চিত হওয়া যায়নি। পুলিশ বিষয়টি খতিয়ে দেখছে।
বাংলাদেশ সময়: ২০৩৫ ঘণ্টা, সেপ্টেম্বর ২০, ২০১৯
এনটি