ঢাকা, সোমবার, ৩ অগ্রহায়ণ ১৪৩১, ১৮ নভেম্বর ২০২৪, ১৬ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

বিকেলে নিউইয়র্ক যাচ্ছেন প্রধানমন্ত্রী

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩০০ ঘণ্টা, সেপ্টেম্বর ২০, ২০১৯
বিকেলে নিউইয়র্ক যাচ্ছেন প্রধানমন্ত্রী

ঢাকা: জাতিসংঘের ৭৪তম সাধারণ অধিবেশনে যোগ দিতে যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক যাচ্ছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

শুক্রবার (২০ সেপ্টেম্বর) বিকেল সাড়ে ৩টার দিকে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের বিজি-১২৭ ভিভিআইপি ফ্লাইটে নিউইয়র্কের  উদ্দেশে ঢাকা ছাড়বেন প্রধানমন্ত্রী।

স্থানীয় সময় সন্ধ্যা সাড়ে ৬টায় আবুধাবী পৌঁছাবেন প্রধানমন্ত্রী।

সেখানে যাত্রাবিরতি দিয়ে রোববার (২২ সেপ্টেম্বর) স্থানীয় সময় সকাল সাড়ে ১০টায় ইতিহাদ এয়ারওয়েজের ইওয়াই-১০১ ফ্লাইটে নিউইয়র্কের উদ্দেশে রওনা হবেন প্রধানমন্ত্রী।

এদিন স্থানীয় সময় সন্ধ্যা সাড়ে ৬টার দিকে নিউইয়র্ক জন এফ কেনেডি বিমানবন্দরে পৌঁছাবেন প্রধানমন্ত্রী। সেখান থেকে সফরকালীন আবাসস্থল লোটে নিউইয়র্ক প্যালেসে যাবেন তিনি।

সোমবার (২৩ সেপ্টেম্বর) স্থানীয় সময় সকালে জাতিসংঘ সদরদপ্তরে ‘Universal Health Coverage’ বিষয়ক শীর্ষক প্লেনারি সেশনে অংশ নেবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বিকেলে বক্তব্য রাখবেন তিনি।

এরপর, জাতিসংঘের সাধারণ অধিবেশন হলে ক্লাইমেট অ্যাকশন সামিটে অংশ নিয়ে বক্তব্য রাখবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

একই দিন সন্ধ্যা সাড়ে ৬টার দিকে জাতিসংঘ সদর দপ্তরে গ্লোবাল অ্যালায়েন্স ফর ভ্যাকসিনেশন এবং ইমিউনাইজেশন (জিএভিআই) আয়োজিত ‘ইমিউনাইজেশনের ক্ষেত্রে বাংলাদেশের রাজনৈতিক নেতৃত্বের সফলতার স্বীকৃতি’ শীর্ষক অনুষ্ঠানে যোগ দেবেন প্রধানমন্ত্রী। এ অনুষ্ঠানে টিকাদানে বাংলাদেশের অসাধারণ সাফল্যের স্বীকৃতি হিসেবে ‘ভ্যাকসিন হিরো’ নামে একটি পুরস্কার দেওয়া হবে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে।

মঙ্গলবার (২৪ সেপ্টেম্বর) সকালে জাতিসংঘ মহাসচিবের বিশেষ উপদেষ্টা নেদারল্যান্ডের রাণি ম্যাক্সিমার সঙ্গে বৈঠক করবেন প্রধানমন্ত্রী।

এরপর গ্লোবাল কমিশন অন অ্যাডাপটেশন কর্তৃক আয়োজিত সভায় যোগ দেবেন প্রধানমন্ত্রী। দুপুরে অন্যান্য রাষ্ট্র ও সরকার প্রধানগণের সঙ্গে জাতিসংঘ মহাসচিব অ্যান্তেনিও গুতারেস কর্তৃক আয়োজিত মধ্যাহ্নভোজে অংশ নেবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

বিকেল ৩টার দিকে জাতিসংঘে নিযুক্ত বাংলাদেশ স্থায়ী মিশন ও ওআইসি সেক্রেটারিয়েট (OIC Secretariat) কর্তৃক আয়োজিত মিয়ানমারে জাতিগত নিধনের শিকার রোহিঙ্গা মুসলিমদের পরিস্থিতি নিয়ে উচ্চ পর্যায়ের সভায় অংশ নেবেন তিনি। সন্ধ্যায় ‘লিডাশিপ ম্যাটারস, সমসাময়িক বিশ্বে মহাত্মগান্ধীর প্রাসঙ্গিকতা’ শীর্ষক আলোচনা সভায় অংশ নেবেন প্রধানমন্ত্রী। এরপর যুক্তরাষ্ট্রের রাষ্ট্রপতি ডোনাল্ড জে. ট্রাম্প আয়োজিত অভ্যর্থনায় অংশ নেবেন শেখ হাসিনা।

বুধবার (২৫ সেপ্টেম্বর) দুপুর ১২টায় লোকালাইজিং এসডিজি’স শীর্ষক উচ্চ পর্যায়ের ফোরামে অংশ নেবেন তিনি। বিকেলে ফরেইন রিলেশন্‌স কাউন্সিল আয়োজিত একটি ইন্টারঅ্যাকটিভ সেশনে অংশ নেবেন প্রধানমন্ত্রী।

সন্ধ্যা সাড়ে ৬টায় ওয়াল স্ট্রিট জার্নালকে সাক্ষাৎকার দেবেন প্রধানমন্ত্রী। রাত ৮টায় বাংলাদেশ হাউজে নৈশভোজে অংশ নেবেন তিনি।

বৃহস্পতিবার (২৬ সেপ্টেম্বর) সকাল থেকে পর পর Exxon mobil LNG market development এর চেয়ারম্যান অ্যালেক্স ভি. ভলকভ (Alex V. Volkov), গ্লোবাল হপ কোয়ালিশনের চেয়ারম্যান ইরিনা বোকোভা, আইসিসি প্রসিকিউটার Fatou Bensouda, বিল অ্যান্ড মেলিন্দা গেট্‌স ফাউন্ডেশনের কো-চেয়ার বিল গেট্‌সের সঙ্গে বৈঠক করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

দুপুরে যুক্তরাষ্ট্র চেম্বার অব কমার্স আয়োজিত মধ্যাহ্নভোজ ও গোলটেবিল বৈঠকে অংশ নেবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সন্ধ্যায় ইউনিসেফ আয়োজিত ‘ইভিনিং উইথ শেখ হাসিনা’ শীর্ষক অনুষ্ঠানে যোগ দেবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এ অনুষ্ঠানে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ইউনিসেপের পক্ষ থেকে ‘চ্যাম্পিয়ন অব স্কিল ডেভেলপমেন্ট ফর ইয়ুথ’ শীর্ষক একটি পুরস্কার দেওয়া হবে।

শুক্রবার (২৭ সেপ্টেম্বর) জাতিসংঘে নিযুক্ত বাংলাদেশ স্থায়ী মিশন কর্তৃক আয়োজিত স্বাস্থ্য সেবা বিষয়ক একটি সভায় অংশ নেবেন প্রধানমন্ত্রী।

দুপুরে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠক করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বিকেলে জাতিসংঘ সাধারণ পরিষদের ৭৪তম অধিবেশনে বক্তব্য দেবেন প্রধানমন্ত্রী। রাতে ওয়াশিংটন পোস্টকে সাক্ষাৎকার দেবেন শেখ হাসিনা।

শনিবার (২৮ সেপ্টেম্বর) সকালে ভয়েস অব আমেরিকা বাংলা সার্ভিসকে সাক্ষাৎকার দেবেন প্রধানমন্ত্রী। দুপুরে জাতিসংঘ স্থায়ী মিশনে সংবাদ সম্মেলন করবেন তিনি।

এরপর জাতিসংঘ মহাসচিব এন্তেনিও গুতারেসের সঙ্গে বৈঠক করবেন প্রধানমন্ত্রী। বিকেলে প্রবাসী বাংলাদেশি আয়োজিত নাগরিক সংবর্ধনা অনুষ্ঠানে যোগ দেবেন প্রধানমন্ত্রী।

রোববার (২৯ সেপ্টেম্বর) স্থানীয় সময় রাত ১০টা ৫৫ মিনিটে বাংলাদেশের উদ্দেশে নিউইয়র্ক ছাড়বেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আবুধাবীতে যাত্রাবিরতি দিয়ে মঙ্গলবার (০১ অক্টোবর) সকালে দেশে পৌঁছাবেন তিনি।

বাংলাদেশ সময়: ০৮৫৭ ঘণ্টা, সেপ্টেম্বর ২০, ২০১৯
এমইউএম/এনটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।