শুক্রবার (২০ সেপ্টেম্বর) সকাল সোয়া ১০টার দিকে টাঙ্গাইল-ময়মনসিংহ সড়কের মধুপুর পৌর এলাকার চাড়ালজানীর মদিনা ব্রিক ফিল্ডের সামনে এ দুর্ঘটনা ঘটে।
হামিদ মধুপুর উপজেলার আকাশী গ্রামের জনৈক আব্দুস সামাদের ছেলে।
স্থানীয়রা জানায়, মধুপুর থেকে ময়মনসিংহের দিকে ভ্যানটি যাচ্ছিল। তখন পেছন থেকে ময়মনসিংহগামী একটি ট্রাক ভ্যানটিকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই ভ্যান চালক হামিদ মারা যান। খবর পেয়ে ফায়ার সার্ভিসের একটি দল হামিদের মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে যায়।
ফায়ার সার্ভিসের টিম লিডার লাভলু ও ডিএসবি পুলিশের পরিদর্শক আব্বাস আলী বাংলানিউজকে বিষয়টি নিশ্চিত করেছেন।
বাংলাদেশ সময়: ১৩১৫ ঘণ্টা, সেপ্টেম্বর ২০, ২০১৯
এনটি