শুক্রবার (২০ সেপ্টেম্বর) ফরিদপুরের বদরপুরে এক অনুষ্ঠানে বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় উপদেষ্টা পরিষদের সদস্য, স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয় সর্ম্পকিত স্থায়ী কমিটির সভাপতি ও ফরিদপুর-৩ আসনের সংসদ সদস্য ইঞ্জিনিয়ার খন্দকার মোশাররফ হোসেন এ কথা বলেন।
এ সময় তিনি সুশাসন প্রতিষ্ঠায় প্রধানমন্ত্রীর হাতকে শক্তিশালী করার জন্য সবার প্রতি আহবান জানান।
সংসদ সদস্য ইঞ্জিনিয়ার খন্দকার মোশাররফ হোসেন এর ৭৯ তম জন্মদিনে এ সমাবেশের আয়োজন করা হয়।
জন্মদিনের অনুষ্ঠানে খন্দকার মোশাররফ হোসেনের জামাতা ও সিরাজগঞ্জ সদর আসনের সংসদ সদস্য ডা. হাবীবে মিল্লাত, জেষ্ঠ্য মেয়ে শারিতা মিল্লাত, কনিষ্ঠ ভ্রাতা খন্দকার ইস্তিয়াক হোসেন মারুফ, ফরিদপুর জেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট সুবল চন্দ্র সাহাসহ আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠনের নেতাকর্মী ও সমাজের বিভিন্ন স্তরের নারী-পুরুষ উপস্থিত ছিলেন।
এ সময় তাকে ফুল দিয়ে শুভেচ্ছা জানানোর পর কেক কেটে জন্মদিনের উৎসব পালন করা হয়।
বাংলাদেশ সময়: ১৬৪৬ ঘণ্টা, সেপ্টেম্বর ২০, ২০১৯
আরএ