শুক্রবার (২০ সেপ্টেম্বর) সকালে তাকে আটক করা হয়। শরিফুল গোগা গ্রামের আব্দুল হান্নানের ছেলে।
খুলনা ২১ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল ইমরান উল্লাহ সরকার বাংলানিউজকে জানান, গোপন সংবাদের ভিত্তিতে সকালে গোগা গ্রামে অভিযান চালিয়ে নিজ বাড়ি থেকে শরিফুলকে আটক করা হয়। এসময় বাড়িটিতে তল্লাশি করে ৫৯০ বোতল ফেনসিডিল জব্দ করা হয়। তার নামে মামলা দিয়ে শার্শা থানায় সোপর্দ করা হবে।
বাংলাদেশ সময়: ১৭০৫ ঘণ্টা, সেপ্টেম্বর ২০, ২০১৯
এসআরএস