নিহত দুই সহোদর হলেন, বেগমগঞ্জ উপজেলার মিরওয়ারিশপুর গ্রামের মোহাম্মদ হোসেনের ছেলে মোহাম্মদ আল আমিন (২৩) ও মোহাম্মদ আরাফাত (২১)।
নিহতদের বাবা মোহাম্মদ হোসেন জানান, আমার দ্বিতীয় ছেলে আল আমিন ১৩ আগস্ট ও ছোট ছেলে মোহাম্মদ আরাফাত ৩১ আগস্ট দক্ষিণ আফ্রিকার জোহানেন্সবার্গে যাওয়ার উদ্দেশ্যে ঢাকা থেকে প্লেনে করে মোজাম্বিক পৌঁছে।
গাড়িতে থাকা অপর ৩ বাংলাদেশি আহত হয়। আহত সহযাত্রীরা নিহত হওয়ার খবর এলাকায় পৌঁছালে শোকের ছায়া নেমে আসে। নিহতদের পরিবারে চলছে শোকের মাতম।
নিহতরা তিন ভাই দুই বোন। তাদের মধ্যে আল আমিন মেঝো এং আরাফাত সবার ছোট। বড় ভাই নাসির সাউথ আফ্রিকা রয়েছেন।
বেগমগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হারুন অর রশীদ জানান, বিষয়টি তিনি নিহতদের পরিবারের কাছ থেকে শুনেছেন।
বাংলােদেশ সময়: ১৭২৮ ঘণ্টা, সেপ্টেম্বর ১৭, ২০১৯
এসএইচ