শুক্রবার (২০ সেপ্টেম্বর) দুপুর ২টার দিকে উপজেলার চান্দুরা-আখাউড়া সড়কের আলাদাউদপুর এলাকায় কাদামাটির ভেতর থেকে হাত-পা বাঁধা অবস্থায় মরদেহটি উদ্ধার করা হয়।
নিহত হাফিজ উপজেলার চম্পকনগর ইউনিয়নের ফতেহপুর গ্রামের কেফায়েত আলীর ছেলে।
বিজয়নগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফয়জুল আজিম বিষয়টি নিশ্চিত করে বাংলানিউজকে জানান,
বৃহস্পতিবার রাতে আখাউড়া উপজেলার খড়মপুর থেকে যাত্রী বেশে কয়েকজন দুর্বৃত্ত হাফিজের অটোরিকশায় ওঠেন। পরে তারা কিছুদূর যাওয়ার পর হাফিজকে হত্যা করে হাত-পা বেঁধে মরদেহটি রাস্তার পাশে ধানক্ষেতে কাদামাটিতে চাপা দিয়ে অটোরিকশাটি নিয়ে চলে যায়। শুক্রবার দুপুরে স্থানীয়দের কাছ থেকে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহটি উদ্ধার করে। এ ঘটনায় জড়িতদের গ্রেফতারের চেষ্টা চলছে বলে জানান ওসি।
বাংলাদেশ সময়: ১৯৩৮ ঘণ্টা, সেপ্টেম্বর ২০, ২০১৯
আরএ