শুক্রবার (২০ সেপ্টেম্বর) বিকেলে রাজধানীর নিকেতনে ৫ নম্বর সড়কের ১৪৪ নম্বর ভবনে জিকে শামীমের কার্যালয়ে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করার পর সেখানেই সাংবাদিকদের কাছে এ সাফাই গেয়েছেন ওমর ফারুক।
অভিযানে শামীমের সাত জন দেহরক্ষীকে আটক এবং অস্ত্র, শর্টগান ও গুলি উদ্ধার করা হয়।
ওমর ফারুক বলেন, জি কে বিল্ডার্স (শামীমের প্রতিষ্ঠান) ৩০ বছর ধরে সুনামের সঙ্গে ব্যবসা করে আসছে। তার বিরুদ্ধে টেন্ডার ও চাঁদাবাজির অভিযোগ সম্পূর্ণ ভিত্তিহীন। তিনি নিয়ম অনুযায়ী ই-টেন্ডারের মাধ্যমে পিডব্লিউডির কাজগুলো পেয়ে থাকেন। যে নগদ টাকা উদ্ধার করা হয়েছে। এগুলো কিছু নগদ কাজের পেমেন্ট দিতে অফিসে থাকে।
নাসির নামে আরেক ব্যক্তি দাবি করেন তিনি শামীমের সঙ্গে থাকতেন। নাসির বলেন, তার সঙ্গে যে বডিগার্ড আছেন, সবাই অস্ত্রের লাইসেন্স দেখিয়েছে। লাইসেন্স বডিগার্ডদের ব্যক্তিগত নামে ইস্যু করা। তাদের নিয়োগ দেওয়া হয়েছে কোম্পানির মালিকের নিরাপত্তার জন্য।
র্যাবের লিগ্যাল অ্যান্ড মিডিয়া উইংয়ের পরিচালক লে. কর্নেল সারওয়ার বিন কাশেম বলেন, সার্বিক বিষয় তদন্তসাপেক্ষে ব্যবস্থা নেওয়া হবে।
বাংলাদেশ সময়: ১৯৪৮ ঘণ্টা, সেপ্টেম্বর ২০, ২০১৯
এজেডএস/আরবি/এইচএ/