শুক্রবার (২০ সেপ্টেম্বর) সন্ধ্যা সোয়া ৭টার দিকে অভিযান শুরু করে র্যাব-২’র একটি দল।
র্যাব-২’র অধিনায়ক লে. কর্নেল আশিক বিল্লাহর ও নির্বাহী ম্যাজিস্ট্রেট গাউছুলাজম এর নেতৃত্বে এ অভিযান চলছে।
এর আগে দুপুর দেড়টার দিকে কলাবাগান ক্রীড়াচক্রের সভাপতি মো. শফিকুল আলম ফিরোজকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করেন র্যাব-২ এর সদস্যরা। অভিযান শুরুর সময় কলাবাগান ক্রীড়াচক্রের সভাপতিকে কলাবাগান ক্রীড়াচক্র কার্যালয়ে নিয়ে আসা হয়।
বিকেলের দিকেই কলাবাগান ক্রীড়াচক্র ঘিরে অবস্থান নেন র্যাব সদস্যরা।
বাংলাদেশ সময়: ১৯৫৯ ঘণ্টা, সেপ্টেম্বর ২০, ২০১৯
এমএমআই/একে