শুক্রবার (২০ সেপ্টেম্বর) বিকেলে আদালতের মাধ্যমে তাকে কুড়িগ্রাম জেলা হাজতে পাঠানো হয়েছে। এর আগে, ভোর অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়।
পুলিশ জানায়, ভোরে গোপন সংবাদের ভিত্তিতে চিলমারী উপজেলার সবুজপাড়া এলাকায় নিজ বাড়ি থেকে খোকাকে গ্রেফতার করা হয়। এ সময় পুলিশ তার কাছ থেকে ৫৫ বোতল ফেনসিডিল ও ১৩৫ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করে। খোকা উপজেলার সবুজপাড়া এলাকার মৃত নেশ মামুদের ছেলে।
চিলমারী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি-তদন্ত) সরকার ইফতেখারুল মোকাদ্দেম বাংলানিউজকে জানান, মাদকবিক্রেতা খোকার বিরুদ্ধে চুরি, ডাকাতি, মাদক মামলাসহ ২০টিরও অধিক মামলা রয়েছে।
বাংলাদেশ সময়: ২০৩২ ঘণ্টা, সেপ্টেম্বর ২০, ২০১৯
এফইএস/আরআইএস/