শুক্রবার (২০ সেপ্টেম্বর) দুপুরে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট উম্মে ফাতিমা এ দণ্ড দেন।
দিপু উপজেলার বোড়াগাড়ী ইউনিয়নের বাগডোগড়া রমনীপাড়া গ্রামের সীতা রাম রায়ের ছেলে।
স্থানীয়রা জানান, দুপুরে ডোমার মহিলা কলেজ সংলগ্ন সড়কে ডোমার সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের নবম শ্রেণির দুই ছাত্রীকে নানাভাবে উত্ত্যক্ত করছিল বখাটে দিপু। এসময় ওই দুই ছাত্রীসহ এলাকাবাসী দিপুকে আটক করে থানায় খবর দেয়। পরে পুলিশ তাকে আটক করে।
ডোমার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোস্তাফিজার রহমান বাংলানিউজকে জানান, দুপুরে ভ্রাম্যমাণ আদালতে দিপু অপরাধ স্বীকার করায় তাকে ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ড দেন ইউএনও উম্মে ফাতিমার। পরে বিকেলে তাকে জেলা কারাগারে পাঠানো হয়।
বাংলাদেশ সময়: ২০৪০ ঘণ্টা, সেপ্টেম্বর ২০, ২০১৯
এসআরএস