শুক্রবার (২০ সেপ্টেম্বর) বিকেলে বাংলাদেশ গার্মেন্ট শ্রমিক সংহতি, মিরপুর অঞ্চল কমিটির উদ্যোগে মিরপুরের মিল্ক ভিটার সামনে শ্রমিক ছাঁটাই নির্যাতন বন্ধ এবং নিরাপদ কর্ম পরিবেশের দাবিতে আয়োজিত মানববন্ধনে বক্তারা এসব কথা বলেন।
মানববন্ধনে সভাপতিত্ব করেন বাংলাদেশ গার্মেন্ট শ্রমিক সংহতির মিরপুর শাখার আহ্বায়ক ও কেন্দ্রীয় সমাজকল্যাণ সম্পাদক প্রদীপ রায়।
এসময় নেতারা বলেন, ঈদের ছুটির পর শ্রমিক ছাঁটাই বেড়েছে। ২৬টি কারখানা ইতোমধ্যে বন্ধ হয়েছে, ২৫ হাজারেরও বেশি শ্রমিক ছাঁটাই হয়েছে। ফলে শ্রমিকদের মধ্যে অস্থিরতা বাড়ছে। এ অবস্থার পরিবর্তন না হলে এ শিল্পের সঙ্গে যুক্ত লাখ লাখ শ্রমিক বেকার হয়ে পড়বে।
তাই সরকার ও মালিকদের প্রতি আহ্বান জানিয়ে তারা বলেন, শ্রমিক ছাঁটাইপ্রক্রিয়া বন্ধ করে নিরাপদ কর্ম পরিবেশের ব্যবস্থা করতে হবে। অন্যথায় পোষাক শিল্পের অস্থিরতার দায় মালিক ও সরকারকেই নিতে হবে।
বাংলাদেশ সময়: ২১০০ ঘণ্টা, সেপ্টেম্বর ২০, ২০১৯
এমএইচ/এসএ