ঢাকা, বৃহস্পতিবার, ৯ মাঘ ১৪৩১, ২৩ জানুয়ারি ২০২৫, ২২ রজব ১৪৪৬

জাতীয়

রাস্তা খালি করতে দুই মোটরসাইকেল এসকর্ট রেখেছিলেন শামীম

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৬১৮ ঘণ্টা, সেপ্টেম্বর ২১, ২০১৯
রাস্তা খালি করতে দুই মোটরসাইকেল এসকর্ট রেখেছিলেন শামীম

ঢাকা: বিপুল পরিমাণ অস্ত্র, মাদক ও টাকার পাহাড়সহ আটক যুবলীগ নেতা পরিচয়ধারী এস এম গোলাম কিবরিয়া শামীম ওরফে জি কে শামীমের গুলশান নিকেতনের অফিস থেকে তার এসকর্ট হিসেবে ব্যবহৃত দুটি মোটরসাইকেল দেখতে পায় র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন( র‍্যাব)। শামীমের গাড়ির জন্য রাস্তা খালি করে দিতে ব্যবহৃত হত মোটরসাইকেল দুইটি। 

র‍্যাব সদরদপ্তর থেকে একটি সূত্র জানান, শামীম বাইরে বের হলেও তার সামনে ও পেছনে এসকর্ট নিয়ে বের হতেন। তার সামনে রাস্তা পরিষ্কার করার জন্য তার বেতনভুক্ত কর্মচারী মোটর সাইকেলটি নিয়ে তার গাড়ির সামনে থাকতেন।

তাদের কাজ ছিল রাস্তা খালি করা, যাতে শামীম দ্রুত স্থান ত্যাগ করতে পারেন।

নগদ টাকা ও অন্যান্য মালামালসহ জব্দ করে র‍্যাব। এছাড়া প্রয়োজন হলে মোটরসাইকেল দুইটি জব্দ করাও হতে পারে।

এর আগে শুক্রবার (২০ সেপ্টেম্বর) নিকেতনে গোলাম কিবরিয়া শামীম ওরফে জি কে শামীমের কার্যালয়ে অভিযান চালায় র‌্যাব। এসময় সেখান থেকে অস্ত্র, মাদক, মদ, নগদ দুই কোটি টাকা এবং প্রায় দুইশ’ কোটি টাকার এফডিআর চেক পাওয়া যায়।  

বাংলাদেশ সময়: ০২১৮ ঘণ্টা, সেপ্টেম্বর ২১, ২০১৯
এজেডএস/জেআইএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।