শনিবার (২১ সেপ্টেম্বর) সকাল ৮টার দিকে পুলিশ মরদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতাল মর্গে পাঠায়।
হাতিরঝিল থানার উপ-পরিদর্শক (এসআই) মো. আব্দুর রউফ বাংলানিউজকে জানান, খবর পেয়ে হাতিরঝিল মহানগর ব্রিজের পশ্চিম পাশের লেক থেকে অজ্ঞাতপরিচয় এক ব্যক্তির মরদেহ উদ্ধার করা হয়।
তিনি আরও জানান, নিহতের শরীরে কোনো আঘাতের চিহ্ন পাওয়া যায়নি। মরদেহটি কিছুটা ফুলে গেছে। ময়নাতদন্তের পরই মৃত্যুর কারণ জানা যাবে। বিস্তারিত তদন্ত করে দেখা হচ্ছে।
বাংলাদেশ সময়: ১১৩৪ ঘণ্টা, সেপ্টেম্বর ২১, ২০১৯
এজেডএস/এএটি