শনিবার (২১ সেপ্টেম্বর) সকালে অচেতন অবস্থায় ওই নারীকে উদ্ধার করে ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালে নিলে দায়িত্বরত চিকিৎসক দুপুর ১২টার দিকে মৃত ঘোষণা করেন।
কদমতলী থানার উপ-পরিদর্শক (এসআই) শহীদুল্লাহ মামুন বাংলানিউজকে জানান, নিহত নারীর মুখমণ্ডল, গলায় ও হাতে আঘাতের চিহ্ন পাওয়া গেছে।
তিনি আরও জানান, এক থেকে দেড় বছর আগে পায়েল-রাশেদের বিয়ে হয়। বিয়ের পরপরই তারা কদমতলী হাইস্কুল স্কুলরোড এলাকায় ভাড়া থাকতেন। রাশেদ একটি কারখানায় শ্রমিক হিসেবে কাজ করতেন। রাশেদ যেহেতু আটক আছেন তাকে জিজ্ঞাসাবাদ করলে বিস্তারিত জানা যাবে।
ময়নাতদন্তের জন্য মরদেহ হাসপাতাল মর্গে রাখা হয়েছে বলেও জানান পুলিশের ওই কর্মকর্তা।
বাংলাদেশ সময়: ১২৪২ ঘণ্টা, সেপ্টেম্বর ২১, ২০১৯
এজেডএস/এএটি