সাতক্ষীরা: সাতক্ষীরার শ্যামনগর থেকে একটি শার্টারগান ও বিভিন্ন ধরনের ৮০ রাউন্ড গুলি উদ্ধার করেছে পুলিশ।
শুক্রবার (২০ সেপ্টেম্বর) রাতে উপজেলার গাবুরা গ্রামের রবিউল জোদ্দারের বাড়ি থেকে এসব গুলি ও অস্ত্র উদ্ধার করা হয়।
শ্যামনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজমুল হুদা বাংলানিউজকে জানান, শ্যামনগর উপজেলার পাশ্বেমারি গ্রামের মৃত জব্বার সরদারের ছেলে আব্দুল মান্নান (৪০) ওরফে কানা মান্নানকে আটক করে পুলিশ।
মান্নানের নামে একটি হত্যা মামলসহ নয়টি মামলা রয়েছে। তার স্বীকারোক্তি অনুযায়ী গাবুরা গ্রামের রবিউল জোয়াদ্দারের বাড়ি থেকে পুলিশ একটি শার্টারগান, ৩০ রাউন্ড গুলি, চার রাউন্ড ত্রি নট ত্রির গুলি ও ৪০ রাউন্ড টুটু-বোরের গুলি উদ্ধার করেছে পুলিশ।
তারা দীর্ঘদিন হত্যা, সন্ত্রাস, চাঁদবাজি অস্ত্র ব্যবসার সঙ্গে জড়িত বলে জানান ওসি।
বাংলাদেশ সময়: ১৩০২ ঘণ্টা, সেপ্টেম্বর ২১, ২০১৯
আরএ
বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।