ঢাকা, শুক্রবার, ২৩ মাঘ ১৪৩১, ০৭ ফেব্রুয়ারি ২০২৫, ০৭ শাবান ১৪৪৬

জাতীয়

কান্তজিউ মন্দির পরিদর্শনে ভারতীয় সহকারী হাই কমিশনার

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮১৩ ঘণ্টা, সেপ্টেম্বর ২১, ২০১৯
কান্তজিউ মন্দির পরিদর্শনে ভারতীয় সহকারী হাই কমিশনার কান্তজিউ মন্দির পরিদর্শন করছেন ভারতীয় সহকারী হাই কমিশনার। ছবি: বাংলানিউজ

দিনাজপুর: ঐতিহাসিক কান্তজিউ মন্দির, নয়াবাদ মসজিদ ও দীপ্ত জীবন হাসপাতাল পরিদর্শন করলেন ভারতীয় সহকারী হাই কমিশনার সঞ্জীব কুমার ভাট্টি।

শনিবার (২১ সেপ্টেম্বর) সকাল সাড়ে ৯টায় কাহারোলে এসব ঐতিহাসিক স্থাপত্য ও হাসপাতাল পরিদর্শন করেন তিনি। এসময় তার সঙ্গে ছিলেন দিনাজপুর-১ আসনের জাতীয় সংসদ সদস্য মনোরঞ্জন শীল গোপাল।

অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন- জেলা আওয়ামী লীগের স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ও সাবেক সিভিল সার্জন আব্দুর করিম, জেলা পরিষদের সদস্য মো. আতাউর রহমান বাবু, বীরগঞ্জ উপজেলা ভাইস চেয়ারম্যান বৃষ্টি আক্তার, বীরগঞ্জ উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মো. শামীম ফিরোজ আলম, বঙ্গবন্ধু সৈনিক লীগের জেলা শাখার আহবায়ক মো. কামাল হোসেন, কাহারোল উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি মো. আসিফ রেজা রুবেল, বীরগঞ্জ উপজেলা আওয়ামী লীগের যুব ও ক্রীড়া বিষয়ক সম্পাদক মো. ইয়াসিন আলী প্রমুখ।

বাংলাদেশ সময়: ১৪১০ ঘণ্টা, সেপ্টেম্বর ২১, ২০১৯
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।