শনিবার (২১ সেপ্টেম্বর) রাত ২টার দিকে কাশিমপুর গ্রামের সায়মার স্বামীর বাড়ির ঘরের সিলিং ফ্যানের সঙ্গে ঝুলন্ত অবস্থায় মরদেহটি উদ্ধার করা হয়।
সায়মা উপজেলার ওই গ্রামের প্রবাসী ওমর ফারুকের স্ত্রী এবং একই উপজেলার মধুরচর গ্রামের আব্দুস সালামের মেয়ে।
নবাবগঞ্জ থানার উপ-পরিদর্শক (এসআই) মশিউর রহমান খান বাংলানিউজকে জানান, খবর পেয়ে শনিবার রাতে কাশিমপুর গ্রামের স্বামীর বাড়ির ঘরের সিলিং ফ্যানের সঙ্গে ঝুলন্ত অবস্থায় সায়মার মরেদেহ উদ্ধার করা হয়। সুরাতহাল শেষে মরদেহটি ময়নাতদন্তের জন্য স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
সায়মা আত্মহত্যা করেছেন বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। তবে বিষয়টি নিশ্চিত হতে মরদেহটি ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে বলে জানান তিনি।
বাংলাদেশ সময়: ১৪৫৪ ঘণ্টা, সেপ্টেম্বর ২১, ২০১৯
এনটি