ঢাকা, শুক্রবার, ২৩ মাঘ ১৪৩১, ০৭ ফেব্রুয়ারি ২০২৫, ০৭ শাবান ১৪৪৬

জাতীয়

সিলেটে নিখোঁজ মাদ্রাসাছাত্রের মরদেহ উদ্ধার

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০০৫ ঘণ্টা, সেপ্টেম্বর ২১, ২০১৯
সিলেটে নিখোঁজ মাদ্রাসাছাত্রের মরদেহ উদ্ধার

সিলেট: সিলেটের কোম্পানীগঞ্জের ভোলাগঞ্জ সাদা পাথর পর্যটন এলাকায় নিখোঁজ মাদ্রাসাছাত্র হাফিজুর রহমানের (১৯)  মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

শনিবার (২১ সেপ্টেম্বর) সকালে তার মরদেহ উদ্ধার করা হয়। হাফিজুর রাজধানীর কামরাঙ্গীরচরের বাসিন্দা হারুনুর রশিদের ছেলে ও মারকাজুল কোরআন আসরাবাদ মাদ্রাসার দশম শ্রেণির ছাত্র ছিলেন।


 
কোম্পানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তাজুল ইসলাম বাংলানিউজকে বলেন, শুক্রবার (২০ সেপ্টেম্বর) ভোলাগঞ্জ সাদা পাথর পর্যটন এলাকায় পানিতে সাঁতার কাটতে গিয়ে স্রোতে তলিয়ে যান হাফিজুর। পরে তাকে মধ্যরাত পর্যন্ত অনেক খোঁজাখুঁজি করেও মরদেহ উদ্ধার করা যায়নি।
 
তিনি বলেন, সকালে মরদেহ ভাসতে দেখে স্থানীয়রা থানায় খবর দিলে পুলিশ মরদেহ উদ্ধার করে। নিহতের মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হবে বলে জানান তিনি।
 
শুক্রবার (২০ সেপ্টেম্বর) ভোলাগঞ্জ সাদা পাথর পর্যটন এলাকায় ঘুরতে আসেন  রাজধানীর কামরাঙ্গীচর মারকাজুল কোরআন আসরাবাদ মাদ্রাসার ১৪৪ ছাত্র। এদের মধ্যে হাফিজুর  ধলাই নদীতে গোসলে নেমে নিখোঁজ হন।
 
বাংলাদেশ সময়: ১৫৫৮ ঘণ্টা, সেপ্টেম্বর ২১, ২০১৯
এনইউ/আরআইএস/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।