শনিবার (২১ সেপ্টেম্বর) দুপুরে খুলনা-মাওয়া মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে। নিহত আলাউদ্দিন খুলনা জেলার মহেশ্বরপাশা এলাকার কেরামত আলীর ছেলে।
কাটাখালী হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রবিউল ইসলাম বাংলানিউজকে জানান, মোটরসাইকেল চালিয়ে যাওয়ার পথে নিয়ন্ত্রণ হারিয়ে একটি পিকআপ ভ্যানের পেছনে ধাক্কা খান আলাউদ্দিন। এতে গুরুতর আহত হন তিনি। আহত অবস্থায় তাকে উদ্ধার করে মোল্লাহাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে দায়িত্বরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
বাংলাদেশ সময়: ১৬৪৭ ঘণ্টা, সেপ্টেম্বর ২১, ২০১৯
আরএ