শনিবার (২১ সেপ্টেম্বর) দুপুরে রেলপথ মন্ত্রণালয়ের মন্ত্রী নূরুল ইসলাম সুজন এ কাজের উদ্বোধন করেন।
এ সময় উপস্থিত ছিলেন- বাংলাদেশে নিযুক্ত ভারতীয় হাই কমিশনার রীভা গাঙ্গুলি দাশ, সংসদ সদস্য আসাদুজ্জামান নূর (নীলফামারী-২), সংসদ সদস্য আফতাব উদ্দিন সরকার (নীলফামারী-১), সংসদের সংরক্ষিত আসনের এমপি রাবেয়া আলীম (সংরক্ষিত মহিলা আসন-৩২৩), বাংলাদেশ রেলওয়ের মহাপরিচালক শামসুজ্জামান, নীলফামারী জেলা প্রশাসক হাফিজুর রহমান চৌধুরী, পুলিশ সুপার মুহম্মদ আশরাফ হোসেন, নীলফামারীর ৫৬ বিজিবি অধিনায়ক লে. কর্নেল মো. শাহ আলম সিদ্দিকী প্রমুখ।
উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন- রেলপথ মন্ত্রণালয়ের সচিব মোফাজ্জেল হোসেন। বাংলাদেশ রেলপথ মন্ত্রণালয় রেলওয়ের আয়োজনে সার্বিক সহযোগিতা করে নীলফামারী জেলা প্রশাসন।
বাংলাদেশ সময়: ২১৫৪ ঘণ্টা, সেপ্টেম্বর ২১, ২০১৯
এনটি