শনিবার (২১ সেপ্টেম্বর) বিকেলে জেলার সাপাহার উপজেলার জিরো পয়েন্টে স্থানীয় জেলা প্রশাসন আয়োজিত অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।
নওগাঁর সাপাহারে অর্থনৈতিক অঞ্চল প্রতিষ্ঠার অনুমোদন দেওয়ায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা প্রশাসক হারুন- অর- রশিদ। এসময় বাংলাদেশ অর্থনৈতিক অঞ্চল কর্তৃপক্ষের অতিরিক্ত সচিব হারুন অর রশিদ, রাজশাহী বিভাগের ডিআইজি একেএম হাফিজ আক্তার, নওগাঁ জেলা আওয়ামী লীগের সভাপতি আব্দুল মালেক ,নওগাঁ জেলা পরিষদের চেয়ারম্যান অ্যাডভোকেট ফজলে রাব্বী, নওগাঁর পুলিশ সুপার প্রকৌশলী আবদুল মান্নান মিয়া, ১৪ বিজিবি ব্যাটালিয়ান অধিনায়ক লে. কর্নেল জাহিদ হাসান, ১৬ বিজিবি ব্যাটালিয়ান অধিনায়ক লে. কর্নেল তুহিন মোহাম্মাদ মাসুদ, সাপাহার উপজেলা পরিষদ চেয়ারম্যান শাহজাহান হোসেনসহ স্থানীয় ব্যবসায়ী ও রাজনৈতিক নেতারা বক্তব্য রাখেন।
সংশ্লিষ্টরা জানান, শিগগিরিই সাপাহারে শুরু হবে অর্থনৈতিক অঞ্চল প্রতিষ্ঠার কাজ। সদর ইউনিয়নের খেরুন্দর মৌজায় ২২ দশমিক ২০ একর খাস জমির সঙ্গে ২৩১ দশমিক ৯৫ একর ব্যক্তি মালিকাধীন জমি অধিগ্রহণ করে মোট ২৫৪ দশমিক ১৫ একর জমিতে এই অর্থনৈতিক অঞ্চল গড়ে তোলা হবে। তাই সাপাহারে অর্থনৈতিক অঞ্চল প্রতিষ্ঠার অনুমোদন দেওয়ায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন বক্তারা।
বাংলাদেশ সময়: ২২০৫ ঘণ্টা, সেপ্টেম্বর ২১, ২০১৯
এসএইচ