শনিবার (২১ সেপ্টেম্বর) রাত সাড়ে ৯টার বগুড়া সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি তদন্ত) রেজাউল করিমের নেতৃত্বে এই অভিযান চালানো হয়।
বগুড়া শহরের প্রাণকেন্দ্র সাতমাথাস্থ টেম্পল রোডে অভিজাতদের জুয়ার আখড়া হিসেবে চিহ্নিত এই টাউন ক্লাব।
সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি তদন্ত) বাংলানিউজকে জানান, গোপন সংবাদের ভিত্তিতে বগুড়া টাউন ক্লাবে অভিযান চালানো হয়। ক্লাবটিতে টাকা দিয়ে জুয়া খেলারত অবস্থায় তাদের পাওয়া যায়।
তিনি আরও বলেন, এখানে বেশকিছু প্লেইং কার্ড ও টাকা পাওয়া যায়। আটককৃত ১৫ জনের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
বাংলাদেশ সময়: ২৩২৪ ঘণ্টা, সেপ্টেম্বর ২১, ২০১৯
কেইউএ/এমএমইউ