শনিবার (২১ সেপ্টেম্বর) সকালে জেলার সদর উপজেলার ছাওয়ালপুর এলাকা থেকে তাকে আটক করা হয়। বিকেলে কুমিল্লা জেলা পুলিশ সুপার কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানানো হয়।
আটক হওয়া সৈয়দ তারেকুল ইসলাম ওই গ্রামের সৈয়দ জাহাঙ্গীর আলমের ছেলে।
সংবাদ সম্মেলনে কুমিল্লা অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপারেশন) মো. সাখাওয়াত হোসেন বাংলানিউজকে বলেন, গোপন সংবাদের ভিত্তিতে ছাওয়ালপুর এলাকায় সৈয়দ জাহাঙ্গীর আলমের বাড়িতে অভিযান পরিচালনা করা হয়। এসময় ঘরে তল্লাশী চালিয়ে একটি রিভলবার ও ৫ শ’ পিস ইয়াবাসহ সৈয়দ তারেকুল ইসলামকে আটক করা হয়।
তিনি আরও জানান, তার বিরুদ্ধে মাদক আইনে থানায় একাধিক মামলা রয়েছে। এঘটনায় তার বিরুদ্ধে অস্ত্র ও মাদক আইনে থানায় মামলা দায়ের প্রক্রিয়াধীন
রয়েছে।
বাংলাদেশ সময়: ২৩৫৮ ঘণ্টা, সেপ্টেম্বর ২১, ২০১৯
এমএমইউ