শনিবার (২১ সেপ্টেম্বর) বিকেলে গোপন সূত্রে খবর পেয়ে অভিযান পরিচালনা করেন মাধবপুর উপজেলা এসিল্যন্ড খান মতিউর রহমান। বস্তাগুলোতে চাল রয়েছে ৩৩০ কেজি।
অভিযান পরিচালনাকারী এসিল্যান্ড বাংলানিউজকে জানান, দোকানটির মালিক মাসুক মিয়া সরকারি উপকারভোগীদের কাছ থেকে এগুলো ক্রয় করে স্টক করে রেখেছে, অথবা কোনো ডিলার চালগুলো তার দোকানে সরবরাহ করেছে। অভিযান টের পেয়ে দোকানের মালিক পালিয়েছে।
তিনি আরো জানান, সংশ্লিষ্ট বাঘাসুরা ইউনিয়ন পরিষদের সদস্য কামাল মিয়ার জিম্মায় চালগুলো আপতত রাখা হয়েছে। দোকানের মালিক পালিয়ে গেলেও তদন্ত নেমেছে উপজেলা প্রশাসন। শিগগির এ ব্যাপারে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে বলে নিশ্চিত করেন তিনি।
বাংলাদেশ সময়: ০১৪৮ ঘণ্টা, সেপ্টেম্বর ২১, ২০১৯
এমএমইউ