ইমন রহমান ঢাকায় কচুক্ষেত এলাকায় বসবাসরত বরিশালের বাসিন্দা সালিকুর রহমানের ছেলে।
শনিবার (২১ সেপ্টেম্বর) বিকেলে সাদা পাথর খ্যাত জিরো পয়েন্টে ধলাই নদীতে সাঁতার কাটতে গিয়ে তিনি নিখোঁজ হন।
এরআগে শুক্রবার (২০ সেপ্টেম্বর) হাফিজুর রহমান (১৯) নামে ঢাকার কামরাঙ্গীচর মাদরাসার আরেক ছাত্র সাঁতার কাটতে গিয়ে নিখোঁজ হন। শনিবার তার মরদেহ নদীতে ভাসমান অবস্থায় পাওয়া যায়।
কোম্পানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তাজুল ইসলাম বাংলানিউজকে বলেন, সাদা পাথর জিরো পয়েন্টে বন্ধুদের সঙ্গে বেড়াতে গিয়ে সাঁতার কাটতে গিয়ে নিখোঁজের ২ ঘন্টা পর বিকাল ৫টার দিকে ইমনের মরদেহ উদ্ধার করা হয়।
বাংলাদেশ সময়: ০২৪২ ঘন্টা, সেপ্টেম্বর ২১, ২০১৯
এনইউ/এমএমইউ