শনিবার (২১ সেপ্টেম্বর) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে দুর্ঘটনাটি ঘটে।
আব্দুস সামাদ শেখ রাজবাড়ী সদর উপজেলার শহীদ ওহাবপুর ইউনিয়নের গৌড়িপুর গ্রামের আজিজুল শেখের ছেলে।
গোয়ালন্দ ঘাট থানার উপ-পরিদর্শক (এস আই) পরিমল বিশ্বাস জানান, ঢাকা থেকে কুষ্টিয়াগামী সোহাগ পরিবহনের একটি যাত্রীবাহী বাস দৌলতদিয়া ঘাটের সাইনবোড এলাকায় বিপরীত দিক থেকে আসা একাটি মাহেন্দ্রকে চাপা দেয়ে। এসময় মাহেন্দ্রটির চালক মারা যান এবং মাহেন্দ্রের কমপক্ষে তিনজন যাত্রী আহত হয়েছেন। মরদেহ ময়নাতদন্তের জন্য রাজবাড়ীর সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
বাংলাদেশ সময়: ০৪১০, সেপ্টেম্বর ২২, ২০১৯
এমএমইউ