শনিবার (২১ সেপ্টেম্বর) রাতে উপজেলার ঈদগাঁও দক্ষিণ মাইজপাড়া এলাকার সিদ্দিকের বাপের পুকুর পাড়ে এ ঘটনা ঘটে। নুরুল কক্সবাজার সদর উপজেলার ইসলামপুর মধ্যম নাপিতখালীর ৪ নম্বর ওয়ার্ডের আব্দুস ছবিরের ছেলে।
ঈদগাঁও পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ আসাদুজ্জামান বাংলানিউজকে জানান, এ ঘটনায় অস্ত্রসহ জোহান নামে এক যুবককে আটক করা হয়েছে। এ সময় ঘটনাস্থল থেকে দু'টি মোটরসাইকেল, একটি সিএনজিচালিত অটোরিকশা ও একটি টমটম জব্দ করা হয়েছে। হত্যাকাণ্ডের মূল রহস্য উদঘাটনের চেষ্ঠা চলছে। তবে প্রাথমিকভাবে নিশ্চিত হওয়া গেছে গুলি করে নুরুলকে হত্যা করা হয়েছে।
বাংলাদেশ সময়: ০৯২৫ ঘণ্টা, সেপ্টেম্বর ২২, ২০১৯
এসবি/আরআইএস/