রোববার (২২ সেপ্টেম্বর) সকাল সাড়ে ১০টার দিকে ভিকটিম নারী খুলনার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালে এ আবেদন করেন।
দুপুর সাড়ে ১২টা বা ১টার দিকে এ আবেদনের শুনানি অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন সংশ্লিষ্ট আইনজীবী অ্যাডভোকেট মমিনুল ইসলাম।
এর আগে ভুক্তভোগী নারী বাদী হয়ে ১০ আগস্ট (শনিবার) রাতে জিআরপি থানায় আদালতের নির্দেশে পুলিশি হেফাজতে নির্যাতনের অভিযোগে মামলা করেন। মামলা নং ০৩।
চলতি বছরের ২ আগস্ট রাতে জিআরপি থানার মধ্যে ওসিসহ ৫ পুলিশ সদস্য গণধর্ষণ ও মারধর করে বলে এক নারী আদালতে অভিযোগ করেন। ৩ আগস্ট আদালত তার জবানবন্দি গ্রহণ করেন এবং তার ডাক্তারি পরীক্ষার জন্য খুলনা মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানোর নির্দেশ দেন। আদালতের নির্দেশে ৫ আগস্ট তার ডাক্তারি পরীক্ষা সম্পন্ন হয়।
এ ঘটনায় ৭ আগস্ট (বুধবার) খুলনা রেলওয়ে জিআরপি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ওসমান গনি পাঠানসহ এস আই নাজমুল হককে ক্লোজড করা হয়।
বাংলাদেশ সময়: ১১১৭ ঘণ্টা, সেপ্টেম্বর ২২, ২০১৯
এমআরএম/এইচএডি