রোববার (২২ সেপ্টেম্বর) সকালে চাঁদাগাড়া মাঠের রাস্তার পাশ থেকে মরদেহটি উদ্ধার করা হয়। নিহত জুয়েল কুমারখালী উপজেলার জয়নাবাজ গ্রামের মিলন হোসেনের ছেলে।
নিহতের স্ত্রী পপি খাতুন জানান, প্রতিদিনের মতো তার স্বামী জুয়েল শনিবারও ভাড়ার উদ্দেশে বাড়ি থেকে রিকশা নিয়ে বের হয়ে যান। রাতে বাড়ি না ফিরলে তাকে রাতভর অনেক খোঁজাখুজি করা হয়। কিন্তু কোথাও পাওয়া যায়নি।
কুষ্টিয়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি-তদন্ত) সঞ্জয় কুমার জানান, সকালে চাঁদাগাড়া মাঠের রাস্তার পাশে জুয়েলের ক্ষত-বিক্ষত মরদেহ পড়ে থাকতে দেখে এলাকাবাসী থানায় খবর দেন। পরে আমরা ঘটনাস্থলে গিয়ে মরদেহ এবং তার পাশে পড়ে থাকা হত্যার কাজে ব্যবহৃত একটি ধারালো চাকু উদ্ধার করি। ময়না-তদন্তের জন্য মরদেহ কুষ্টিয়া জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
কি কারণে কে বা কারা তাকে হত্যা করেছে এ ব্যাপারে তদন্ত করে আসামিদের গ্রেফতার করা হবে বলে জানান তিনি।
বাংলাদেশ সময়: ১২১২ ঘণ্টা, সেপ্টেম্বর ২২, ২০১৯
আরএ