শনিবার (২১ সেপ্টেম্বর) রাতে বাগেরহাট সদর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। তিনি বাগেরহাটের রামপাল উপজেলার শোলাকুড়া গ্রামের বাসিন্দা।
বাগেরহাট কারাগারের জেলার মো. মহিউদ্দিন বলেন, গত ১৬ জুন মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের ১৯ (১) ৭ (ক) আইনের মামলায় আলাল শেখ কারাগারে আসেন। শনিবার রাত সাড়ে ৯টার দিকে আলাল শেখ হঠাৎ অসুস্থ হয়ে পড়লে তাকে বাগেরহাট সদর হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় ওই রাতেই পৌনে ১০টার দিকে মারা যায় সে।
তিনি আরও বলেন, ময়না-তদন্ত শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।
বাংলাদেশ সময়: ১২৩৫ ঘণ্টা, সেপ্টেম্বর ২২, ২০১৯
আরএ