কনফারেন্সে বাংলাদেশ প্রতিনিধিদলের অন্য সদস্যরা হলেন হুইপ ইকবালুর রহিম, আবদুল্লাহ আল ইসলাম জ্যাকব, বেগম সাগুফতা ইয়াসমিন, বদরুদ্দোজা মো. ফরহাদ হোসেনও আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদের সদস্য অ্যাডভোকেট এ বি এম রিয়াজুল কবীর কাওছার। জাতীয় সংসদ সচিবালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
কাজাখস্তানের রাজধানী আস্তানায় আগামী ২৩ থেকে ২৪ সেপ্টেম্বর ‘দ্য ফোরর্থ মিটিং অব স্পিকার্স অব দ্য ইউরেশিয়ান কান্ট্রিজ পার্লামেন্টস’ শীর্ষক কনফারেন্সটি অনুষ্ঠিত হবে।
এ কনফারেন্স শেষে স্পিকার উগান্ডায় অনুষ্ঠিতব্য ৬৪তম কমনওয়েলথ পার্লামেন্টারি কনফারেন্সে যোগ দেবেন। সেখানে বাংলাদেশ প্রতিনিধিদলের অন্য সদস্যরা হলেন হুইপ ইকবালুর রহিম, উপাধ্যক্ষ মো. আব্দুস শহীদ, মো. আবু জাহির, মোহাম্মদ নজরুল ইসলাম ও শিরীন আহমেদ। উগান্ডার রাজধানী কাম্পালায় আগামী ২২ থেকে ২৯ সেপ্টেম্বর কনফারেন্সটি অনুষ্ঠিত হবে।
আগামী ২৮ সেপ্টেম্বর স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী দেশে ফেরার কথা রয়েছে।
বাংলাদেশ সময়: ১৪০১ ঘণ্টা, সেপ্টেম্বর ২২, ২০১৯
এসকে/একে